thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

শ্রীলঙ্কায় দাঙ্গায় নিহত এক মুসলিম

২০১৯ মে ১৫ ০০:৪০:৪৩
শ্রীলঙ্কায় দাঙ্গায় নিহত এক মুসলিম

দ্য রিপোর্ট ডেস্ক : দেশব্যাপী কারফিউয়ের মধ্যেও শ্রীলঙ্কায় দুর্বৃত্তদের হামলায় এক মুসলিম নিহত হয়েছে৷ এদিকে গুজব ছড়ানো বন্ধ করতে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে সরকার৷ খবর ডয়চে ভেলের।

শ্রীলঙ্কায় নতুন করে ধর্মীয় দাঙ্গা শুরু হয়েছে৷ আইন-শৃঙ্খলা রক্ষায় দেশজুড়ে জারি হওয়া সান্ধ্য আ্ইন মঙ্গলবার তুলে নিয়েছে সরকার৷ তবে তা দেশের উত্তর-পশ্চিমে বহাল রাখা হয়েছে৷ সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় সেখানে এক মুসলিম নাগরিকের মৃত্যু হয়৷ ৪৫ বছল বয়সি ঐ ব্যক্তিকে হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান৷

‘‘দাঙ্গাকারীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর দোকানে হামলা চালায়৷ এটিই দাঙ্গায় প্রথম মৃত্যুর ঘটনা,'' বার্তা সংস্থা এএফপিকে এই কথা বলেন একজন পুলিশ কর্মকর্তা৷

নতুন করে এই হামলা শুরু হয়েছে একজন ক্যাথলিক যাজকের ছড়ানো একটি বার্তা থেকে৷ সেখানে তিনি অনুসারীদের সতর্ক থাকার কথা বলেন, যা সহিংস এলাকাগুলোতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে বিবৃতি দিয়েছে পুলিশ৷

খ্রিষ্টানদের অন্যতম পবিত্র দিন ইস্টার সানডে৷ এমন দিনেই কলম্বো, নেগোম্বো ও বাট্টিকালোয়া শহরের বেশ কয়েকটি গির্জা ও হোটেলে ঘটে সিরিজ বোমা হামলা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এই হামলায় নিহতের সংখ্যা ২৯০, আহত হয়েছেন ৫০০ জনেরও বেশি৷

সামাজিক গণমাধ্যমে বাধা

গত রোববার নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর সামাজিক নেটওয়ার্ক ও ম্যাসেজিং অ্যাপগুলো বন্ধ করে দেয় সরকার৷ প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে দাঙ্গার ঘটনায় নিন্দা জানিয়েছেন৷ পাশাপাশি জনগণের প্রতি গুজব না ছড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি৷ ‘‘আমি নাগরিকদের শান্ত এবং কোনো ধরনের মিথ্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি,'' টুইটারে এই বার্তা দেন তিনি৷ সামাজিক যোগযোগ মাধ্যমগুলোর মধ্যে সেখানে একমাত্র টুইটারই সচল রেখেছে সরকার৷

গত মাসে ইস্টার ডে-তে একযোগে তিনটি হোটেল ও তিনটি চার্চে হামলার ঘটনায় দেশটিতে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়৷ এরপর থেকে সেখানে জরুরি অবস্থা জারি রয়েছে৷

শ্রীলঙ্কার ২ কোটি ২০ লাখ মানুষের মধ্যে দশ ভাগ মুসলমান, খ্রিষ্টান সাড়ে সাত ভাগ আর বাকি সিংহভাগই বৌদ্ধ ধর্মের অনুসারী৷

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর