thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৫ মাঘ ১৪২৭,  ৪ জমাদিউস সানি ১৪৪২

পুলওয়ামায় বন্দুকযুদ্ধে সেনাসদস্যসহ নিহত ৩

২০১৯ মে ১৬ ১৩:১৩:৪৯
পুলওয়ামায় বন্দুকযুদ্ধে সেনাসদস্যসহ নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক : জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনাসদস্য ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনাসদস্য ও দুজন সন্ত্রাসী রয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে পুলওয়ামার ডালিপোরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় জারি করা হয়েছে কারফিউ। খবর জি নিউজের।

স্থানীয় পুলিশ জানায়, ঘটনাস্থলে সন্ত্রাসীরা অবস্থান করছে-এমন খবরে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও স্পেশ্যাল অপারেশন গ্রুপ।

তল্লাশি চালানোর সময় সন্ত্রাসীরা নিরাপত্তারক্ষীদের লক্ষ করে গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে দুই সন্ত্রাসীর মৃত্যু হয়। তবে তারা কোন সংগঠনের তা এখন পর্যন্ত জানা যায়নি।

এ সময় এক সেনাসদস্য নিহত ও দুজন আহত হয়েছেন। আহত সেনাসদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর