thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বিনিয়োগসীমা থেকে অতালিকাভুক্ত সিকিউরিটিজকে বাদ

২০১৯ মে ১৭ ০৮:৩৪:৩৪
বিনিয়োগসীমা থেকে অতালিকাভুক্ত সিকিউরিটিজকে বাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারের চলমান তারল্য সংকট কাটিয়ে তুলতে ব্যাংকের বিনিয়োগসীমা থেকে অতালিকাভুক্ত ( ইক্যুইটি শেয়ার, নন-কনভার্টঅ্যাবল প্রিফারেন্স শেয়ার, নন-কনভার্টঅ্যাবল বন্ড, ডিবেঞ্চার, ওপেন-ইন্ড মিউচ্যুয়াল ফান্ড) সিকিউরিটিজকে বাদ দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ মে) এই সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলার অনুযায়ি, শেয়ারবাজারে ব্যাংকের (একক ও সমন্বিত) বিনিয়োগ হিসাবের ক্ষেত্রে অতালিকাভুক্ত ইক্যুইটি শেয়ার, নন-কনভার্টঅ্যাবল প্রিফারেন্স শেয়ার, নন-কনভার্টঅ্যাবল বন্ড, ডিবেঞ্চার, ওপেন-ইন্ড মিউচ্যুয়াল ফান্ডকে অন্তভূর্ক্ত করা হবে না। যাতে শেয়ারবাজারে ব্যাংক থেকে বিনিয়োগের পরিমাণ বাড়ানো যাবে

এর আগে গত ৯ মে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় গভর্নর ফজলে কবির ব্যাংকের বিনিয়োগসীমা অতালিকাভুক্ত সিকিউরিটিজ বাদ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। একইসঙ্গে ১ সপ্তাহের মধ্যে সমাধান করবেন বলেও জানিয়েছিলেন এবং তা বাস্তবায়ন করেছেন। সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর