thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬,  ১৬ সফর 1441

লাল গালিচায় প্রিয়াঙ্কা-দীপিকার চমক

২০১৯ মে ১৭ ২০:২৬:২৯
লাল গালিচায় প্রিয়াঙ্কা-দীপিকার চমক

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বড় আসর কান চলচ্চিত্র উৎসব চলছে। গত ১৪ মে থেকে শুরু হয়েছে ৭২তম কান চলচ্চিত্র উৎসব। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পার হলো উৎসবের তৃতীয় দিন। বৃহস্পতিবার কানের লাল গালিচায় হাজির হয়েছিলেন বলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন।

চমক দেখিয়েছেন তারা। এই দুই তারকা গ্ল্যামারাস রূপে রাঙিয়ে দিয়েছেন আগত অতিথি ও দর্শকদের মন। প্রিয়াঙ্কা পরেছিলেন কালো ও সোনালি রঙের মিশেলে গাউনে। সঙ্গে ছিলো হিরের গহনা। এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সুইস অলঙ্কার প্রতিষ্ঠান চপার্ডের প্রতিনিধি হিসেবে তিনি কানে গেছেন তিনি।

অন্যদিকে দীপিকাকে দেখা গেছে সাদা-কালো পোশাকে। সেটি ছিল নরওয়ের ডিজাইনার পিটার ডানডেসের নকশা করা ক্রিম গাউন। গত দুই বছরের মতো এবারও দীপিকা এসেছেন প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে। এই বছর তিনি আরও দুই দিন কানের লাল গালিচায় হাঁটবেন।

এই দিনে প্রিয়াঙ্কা ও দীপিকা ছাড়াও কানের লাল গালিচায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আগামী ২৫ মে পর্দা নামবে এবারের কান চলচ্চিত্র উৎসবের।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর