thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ জুন 25, ১৬ আষাঢ় ১৪৩২,  ৪ মহররম 1447

জয়ী হলেন শত্রুঘ্ন সিনহা

২০১৯ মে ২৩ ২৩:২৬:৩৫
জয়ী হলেন শত্রুঘ্ন সিনহা

দ্য রিপোর্ট ডেস্ক : বিজেপি ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন বলিউডের দাপুটে অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বিহারের পাটনা সাহিব থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এখানে বিজেপির রবিশংকর প্রসাদের সঙ্গে লড়েছেন তিনি। একই এলাকা থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন শত্রুঘ্ন সিনহা।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায় কংগ্রেসে যোগ দেন তিনি। খবর পিটিআইর

২০০৯ সাল থেকে বিহারের পটনা সাহিব থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শত্রুঘ্ন সিনহা। কিন্তু মোদি বিরোধিতার জন্য গত কয়েক বছরে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব তেরি হয়েছে তার। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে তাকে। তার জায়গায় পটনা সাহিবে প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদকে।

এ অবস্থায় কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সিনহা।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ২৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর