thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

কেনিয়া সফরে যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

২০১৯ মে ২৫ ১৬:০৬:২৪
কেনিয়া সফরে যাচ্ছেন গণপূর্তমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইউএন-হ্যাবিটেট এসেম্বলির প্রথম অধিবেশনে যোগ দিতে কেনিয়ার রাজধানী নাইরোবি সফরে যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার রাতে নাইরোবির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নাইরোবিতে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী ইউএন-হ্যাবিটেট এসেম্বলির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে বাংলাদেশসহ জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের সরকারি, বেসরকারি সংস্থা ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের যোগ দেয়ার কথা রয়েছে।

অধিবেশনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অধিবেশনে রোহিঙ্গা সমস্যাসহ নগর উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। এছাড়া রোহিঙ্গা সমস্যার ওপর গুরুত্বারোপ করে অধিবেশনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের কথা রয়েছে তার।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর