thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর পদত্যাগ

২০১৯ মে ২৬ ১৭:১৯:৩১
পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর পদত্যাগ

দ্য রিপোর্ট ডেস্ক: পদত্যাগ করেছেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইল। সরকার থেকে অনেকেই বিরোধী দলে চলে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ও’নেইল জানিয়েছেন, তার দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রী স্যার জুলিয়াস চানের কাছে হস্তান্তর করবেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাত বছর ধরে ক্ষমতায় ছিলেন ও’নেইল। বিভিন্ন ইস্যুতে গত কয়েক সপ্তাহ ধরে তাকে পদত্যাগের আহ্বান জানানো হচ্ছিল। কিন্তু তাতে সাড়া দিচ্ছিলেন না তিনি।

এ কারণে দল ছেড়ে বিরোধী দলে যাওয়া শুরু করে অনেকে। ফলে শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হলো। শুক্রবার ও’নেইল জানান, দায়িত্ব চালিয়ে যাওয়ার মতো কোনও সুযোগ আর তার সামনে নেই।
এ সম্পর্কে ও’নেইল বলেন, নির্দিষ্ট স্থিতিশীলতা বজায় রাখছি কিনা এটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা অন্যদের আহ্বানে সাড়া দিচ্ছি এবং সরকার পরিবর্তনে সম্মত হয়েছি।
বিষয়টি সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী জুলিয়াস চান বলেন, স্থিতিশীলতা রক্ষায় আমি সুন্দর একটি পরিবর্তন চাচ্ছিলাম। আমি প্রধানমন্ত্রী পিটার ও’নেইলকে ধন্যবাদ জানাতে চাই। তিনি দেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর