thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে ‘দুই ডাকাত’ নিহত

২০১৯ মে ৩০ ০৮:৫৭:০২
র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে ‘দুই ডাকাত’ নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর টঙ্গীতে র‌্যাবের টহল টিমের সঙ্গে গুলি বিনিময়ে ‘ডাকাত দলের দুই সদস্য’ নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্য।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) সারওয়ার বিন কাশেম বলেন, রাত আনুমানিক সাড়ে ১২টা দিকে টঙ্গী ব্রিজের ঠিক নিচে একটি প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা করছিল ওই ডাকাত দল।

‘এমন সময় ভিকটিমদের চিৎকার শুনে টহল টিম ডাকাতদের ধাওয়া করে। এ সময় তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব ও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাদের টঙ্গী হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

দুই ডাকাত নিহতের ঘটনায় তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন জানিয়ে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন একজনের পায়ে গুলি লাগে, তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। আহত অন্য দু’জনকে টঙ্গী হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গুলি বিনিময় শেষে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, কয়েকটি দেশীয় অস্ত্র, সাতটি মোবাইল, দুটি সুইচগিয়ার, ছুড়ি, উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে নিহত ডাকাতদের মধ্যে একজনের নাম ব্লেড বাবু বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। টঙ্গী এলাকাবাসীরা তাকে দুর্ধর্ষ ও ভয়ংকর ডাকাত হিসেবেই চিনে।

স্থানীয় এক এলাকাবাসী চ্যানেল আই অনলাইনকে বলেন: ব্লেড বাবুর বিরুদ্ধে অসংখ্য ছিনতাই ও ডাকাতির অভিযোগ আছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/মে ৩০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর