thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০,  ১০ জিলকদ  ১৪৪৪

সুনামগঞ্জে হাওর থেকে ২ জেলের লাশ উদ্ধার

২০১৯ মে ৩১ ১০:১১:২৮
সুনামগঞ্জে হাওর থেকে ২ জেলের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর থানার সোনাডুবি হাওর থেকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- মধ্যনগর থানার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহ জামাল ও একই ইউনিয়নের ক্ষিদিরপুর গ্রামের ছমেদ আলীর ছেলে মকবুল হোসেন।

বৃহস্পতিবার ভোরে সোনাডুবি হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ওই দুই জেলে নিখোঁজ হন।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোররাতে শাহ জামাল ও মকবুল হোসেন ছোট একটি নৌকা নিয়ে সোনাডুবি হাওরে মাছ ধরতে যান।

এ সময় হঠাৎ কালবৈশাখী উঠলে ঢেউয়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ট্রলার ও নৌকা নিয়ে হাওরে উদ্ধার অভিযান চালায়। দুপুরের দিকে হাওর থেকেই ওই দুই জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান দুই জেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর