thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

২০১৯ জুন ০৩ ০৯:৫৭:৫১
চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলবে: চীনের প্রতিরক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক : চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বা সংঘাত উভয় দেশ এবং সারা বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলবে বলে হুঁশিয়ারি দিলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়েই ফেনঘে।

রোববার সিঙ্গাপুরে এশিয়ার বৃহত্তম প্রতিরক্ষা সম্মেলন শাংগ্রি-লা ডায়ালগে বক্তব্য প্রদানের সময় তিনি এই হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র ইন্ডিপেন্ডেন্ট।

উয়েই ফেনঘে জানান, চায়না আক্রমণের শিকার না হওয়া পর্যন্ত আক্রমণ করবে না। যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়, তবে চীন এর শেষ দেখে ছাড়বে।

কিন্তু যুক্তরাষ্ট্র যদি আলোচনা করতে চায়, তবে চীন দেশটির জন্য আলোচনার দরজা সবসময় খোলা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, চীনকে বিভক্ত করার কোনও প্রচেষ্টা সফল হবে না। তাইওয়ানের প্রশ্নে কারও কোনও ধরনের হস্তক্ষেপ, তার অবধারিত ধ্বংস ডেকে আনবে।

তিনি আরও বলেন, যদি কেউ চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করার সাহস দেখায়, তবে চীনের সেনাবাহিনীর কাছে যুদ্ধ ছাড়া আর কোনও উপায় থাকবে না।

তাইওয়ানের নিজস্ব পতাকা, মুদ্রা ও সরকার থাকলেও পূর্ব এবং দক্ষিণ চীন সাগরের মাঝে অবস্থিত এই দ্বীপের স্বাধীনতা কখনও মেনে নেয়নি বেইজিং।

তাই চীন থেকে তাইওয়ানকে বিচ্ছিন্নকারী জলপ্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর টহলদারি মাথাব্যথার কারণ হয়েছে বেইজিংয়ের।

তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে যুদ্ধ করতেও পিছপা হবে না বলেও ইতোমধ্যে একাধিক বার জানানো হয়েছে চীনের পক্ষ থেকে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর