thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে লঞ্চ-স্পিডবোটে যাত্রীর চাপ

২০১৯ জুন ০৩ ১১:৫৬:৩১
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে লঞ্চ-স্পিডবোটে যাত্রীর চাপ

মাদারীপুর প্রতিনিধি: দেশের ব্যস্ততম শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুট হয়ে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, এই নৌরুটে লঞ্চ ও স্পিডবোটগুলোতে যাত্রীর চাপ বেশি। তবে নাব্যতা সংকট না থাকায় দুর্ভোগ ছাড়াই পদ্মা পার হচ্ছে যাত্রীরা।

ঢাকা থেকে খুলনাগামী যাত্রী হাবিবুর রহমান বলেন, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে স্পিডবোটে দেড়শ থেকে দুইশ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। তবে ঘাটে তেমন দুর্ভোগ নেই।

বিআইডব্লিউটিসির কাঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুস সালাম জানান, শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ১৮টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ২ শতাধিক স্পিডবোট দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ঘাটে তেমন দুর্ভোগ নেই।

তিনি বলেন, `আমরা আবহাওয়া খারাপ থাকলে কিছু ফেরীতে শুধুমাত্র যাত্রী ও মটরসাইকেল পার করছি। অন্য ফেরিতে স্বাভাবিকভাবেই ছোট-বড় যানগুলোকে পার করছি।'

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর