thereport24.com
ঢাকা, শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬,  ২১ জিলহজ ১৪৪০

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

২০১৯ জুন ০৩ ১২:১৯:০৩
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ইস্টরেন্ডের ডিপসলোট এলাকায় ডাকাতের গুলিতে শাহাদাত হোসেন (২৪) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত শাহাদাত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের বেপারীপাড়ার এস্তেফাজ উদ্দীনের ছেলে। তিনি জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম ডি জুনাইদ।

নিহত শাহাদাত হোসেনের প্রতিবেশী যুবলীগ নেতা কাইসার হাসান বাপ্পী জানান, বড় ভাই রুবেলের ব্যবসায় সময় দিতে শাহাদাত ছয় মাস আগে দক্ষিণ আফ্রিকায় যান। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৬টার দিকে তিন-চারজন সশস্ত্র ডাকাত ওই দোকানে ঢুকে লুটপাট করে। ডাকাতি করে চলে যাওয়ার সময় তারা শাহাদাতকে লক্ষ্য করে গুলি করে। পরে বড় ভাই রুবেল ও অন্য প্রবাসীরা গুলিবিদ্ধ শাহাদাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তিন ভাই ও দুই বোনের মধ্যে শাহাদাত হোসেন পঞ্চম। তাঁর মৃত্যুতে বাড়িতে চলছে শোক। স্বজনদের কান্না কেউ থামাতে পারছে না।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর