thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

কলকাতায় চাঁদ দেখা গেছে, কাল ঈদ

২০১৯ জুন ০৪ ২২:২০:৪৭
কলকাতায় চাঁদ দেখা গেছে, কাল ঈদ

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই কাল বুধবার কলকাতায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার খবর জানিয়েছে কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদ। কলকাতায় চাঁদ দেখা কমিটির পক্ষে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ খবর জানিয়েছেন নসির ইব্রাহিম।

গতকাল সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যায়। সেসব দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত হয়।

আজ কলকাতায় চাঁদ দেখা যাওয়ায় শেষ হচ্ছে পবিত্র রমজান মাস। কলকাতায় রোজাও শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের একদিন পরে।

পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন সূত্রের খবর, নিয়ম মেনে বুধবার সকালে কলকাতার রেড রোডে আয়োজিত হবে ঈদের জামাত। সেখানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ যায়নি। সেই হিসেবে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ মঙ্গলবার রাতে দেশটির জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই অনুযায়ী এবার ৩০ রমজান হবে। আগামী বৃহস্পতিবার সারা দেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর