thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

চাপে অস্ট্রেলিয়া

২০১৯ জুন ০৬ ১৬:১৮:৩৬
চাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, দ্য রিপোর্ট: পিচ রিপোর্টে বোলারদের শুভকামনা জানানো হয়। সামান্য ঘাস ছিল উইকেটে, শুরুতে পেসারদের কিছুটা সহায়তা পাওয়ার কথা ছিল। সেই সুযোগটাই দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন শেলডম কটরেল-ওসানে থমাসরা। শুরুতেই অস্ট্রেলিয়ার চার উইকেট তুলে নিয়েছে তারা।

অস্ট্রেয়িলা ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে। দলের ২৬ রানে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার আউট হন। এরপর উসমান খাজাও উইন্ডিজের পেসে নাকাল হয়ে ফিরে যান। আউট হয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও।

অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। তবে হোল্ডার জানিয়েছেন, শুরুতে উইকেটের সুবিধা নিয়ে তারা দ্রুত কিছু উইকেট নিতে চান।

ওয়েস্ট ইন্ডিজ দলে এক পরিবর্তন নিয়ে নামছে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টানা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ড্যারেন ব্রাভো। তাকে তাই বসিয়ে রেখে টপ অর্ডারে এভিন লুইসকে দলে নেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, সিমরন হেটামায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, অ্যাসলে নার্স, শেলডম কটরেল, ওসানে থমাস।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স কেরি, নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ০৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর