thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

চাঁদ মঙ্গলেরই অংশ: ট্রাম্প

২০১৯ জুন ০৮ ১৭:৪৬:০৩
চাঁদ মঙ্গলেরই অংশ: ট্রাম্প

দ্য রিপোর্ট ডেস্ক: বেফাঁস সব মন্তব্য করে বরাবরই সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও বেফাঁস মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, চাঁদ মঙ্গলেরই অংশ। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার টুইটারে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে পরামর্শ দিয়ে ট্রাম্প লিখেছেন, চাঁদে লোক পাঠানোর কথা না ভেবে আমেরিকার উচিত হবে মঙ্গল গ্রহে লোক পাঠানোর পরিকল্পনা করা।

ট্রাম্পের এমন টুইটের পর জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেন তাদের ভিমড়ি খাওয়ার দশা হয়েছে।

নাসা ২০২৪ সালের মধ্যে চাঁদে পুনরায় মানুষ পাঠানোর কথা ভাবছে। কয়েক মাস আগে ট্রাম্প নিজেও নাসার এই পরিকল্পনা সমর্থন করেছিলেন। তবে শুক্রবার সেই সুর পাল্টে বললেন অন্য কথা।

ট্রাম্প টুইটারে বলেন, চাঁদে লোক পাঠানো অর্থের অপচয়। ৫০ বছর আগেই চাঁদে লোক পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এখন মনোযোগ দেওয়া উচিত আরও বড় কাজে, যেমন মঙ্গল গ্রহ, চাঁদও যার অংশ।

ট্রাম্পের এমন মন্তব্যের পরই নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর