thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করবেন না মোদি

২০১৯ জুন ১২ ২৩:২৭:৪২
পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করবেন না মোদি

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করেই সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নিতে কিরগিজিস্তানের উদ্দেশে যাত্রা শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মোদিকে বহনকারী উড়োজাহাজ বর্তমানে ওমান, ইরান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর আকাশসীমা অতিক্রম করে বিশকেকে পৌঁছাবে। ফলে এখানে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের প্রয়োজন পড়বে না।

আগামী ১৩ ও ১৪ জুন সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক মোদির আলোচ্যসূচিতে নেই।

গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর পাকিস্তানের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইমরান সরকার।

সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে অংশ নিতে পাকিস্তানের আকাশ দিয়ে মোদিকে বহনকারী উড়োজাহাজ চলাচলের সুযোগ দিতে ইসলামাবাদকে অনুরোধ করেছিল ভারত।

ভারত সরকারের এই অনুরোধ নীতিগতভাবে অনুমোদন পাকিস্তান দিলেও মোদি ওমান, ইরান দিয়েই সম্মেলন কেন্দ্রে পৌঁছাবেন বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ১২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জনশক্তি-এয়ারলাইন্স এর সর্বশেষ খবর

জনশক্তি-এয়ারলাইন্স - এর সব খবর