thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০,  ১০ জিলকদ  ১৪৪৪

গাইবান্ধায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস চালকের সহকারী নিহত

২০১৯ জুন ১৪ ১১:৫৩:২৯
গাইবান্ধায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস চালকের সহকারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক বাস চালকের সহকারীর প্রাণ গেছে; এ ঘটনায় আহহত হয়েছেন অন্তত নয়জন।

উপজেলার চাপরীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আকতারুজ্জামান জানান।

নিহত শফিকুল ইসলাম (২৮) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাককাটি গ্রামের সাইফুল্লাহ ইসলামের ছেলে।

আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, ঢাকা থেকে কুড়িগ্রামগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতগামী একটি টমেটো বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সর্ভিসের দুইটি ইউনিট ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বলে ওসি জানান।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর