thereport24.com
ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১,  ১১ রবিউল আউয়াল 1446

চট্টগ্রামে ৩ ঘণ্টা পর খুললো বন্দর চ্যানেল

২০১৯ জুন ১৪ ১৫:৪২:৫১
চট্টগ্রামে ৩ ঘণ্টা পর খুললো বন্দর চ্যানেল

চট্টগ্রাম প্রতিনিধি: একটি ফিডার জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষের কারণে চট্টগ্রাম বন্দরের চ্যানেল তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

বন্দর সচিব ওমর ফারুক জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষে ফিডার জাহাজ এক্সপ্রেস মহানন্দা এবং অয়েল ট্যাংকার এমটি বুর্গান ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ওমর ফারুক বলেন, শ্রীলঙ্কা থেকে সাড়ে সাতশ কনটেইনার নিয়ে আসা এক্সপ্রেস মহানন্দা বন্দরে ঢুকছিল। আর এমটি বুর্গান ওই সময় চ্যানেল দিয়ে সাগরের দিকে বেরিয়ে হচ্ছিল। কিন্তু চ্যানেলের ভেতরে দুই নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের কারণে দুই জাহাজের সামনের অংশ পরস্পরের সঙ্গে আটকে যায়। বন্দর কর্তৃপক্ষ পাঁচটি টাগবোট দিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে জাহাজ দুটোকে আলাদা করার পর নিরাপদ দূরত্বে সরিয়ে নোঙ্গর করে রাখে।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে বন্দর চ্যানেল আবার খুলে দেওয়া হয় জানিয়ে ওমর ফারুক বলেন, এখন আর জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর