thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ভারতের বিপক্ষে ৩৬ ডটবল দিলেন রশিদ খান!

২০১৯ জুন ২২ ২১:২৯:১২
ভারতের বিপক্ষে ৩৬ ডটবল দিলেন রশিদ খান!

দ্য রিপোর্ট ডেস্ক: আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাজে বোলিংয়ের কারণে সমালোচিত হয়েছিলেন রশিদ খান। ওই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ১১০ রান দিয়ে বিশ্বকাপের ইতিহাসে খরুচে বোলারের বাজে রেকর্ড গড়েন আফগান এ লেগ স্পিনার।

ইংলিশদের বিপক্ষে খরুচে বোলিংয়ের সেই সমালোচনার মোক্ষম জবাব নৈপুণ্য দিয়েই দিয়েছেন বিশ্বসেরা এ লেগস্পিনার।

শনিবার ভারতের বিপক্ষে ১০ ওভারে (৬০ বলে) ৩৬টি ডটবল দেন আফগান এ লেগ স্পিনার। ৩৮ রান খরচ করে মহেন্দ্র সিং ধোনির মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেট শিকারও করেন রশিদ খান।

এদিকে ৫০ ওভার তথা ৩০০ বলের মধ্যে ১৫২টিই ডটবল দেন আফগান বোলাররা। আর এই ডটবলের কারণেই সাড়ে তিন শতাধিক রান করার সামর্থ থাকা সত্ত্বেও আফগানদের বিপক্ষে ২২৪ রানের ইনিংস শেষ করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত।

ভারতের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন বিরাট কোহলি। এছাড়া ৬৮ বলে ৫২ রান করেন কেদার যাদব। ৩০ রান করেন ওপেনার লোকেশ রাহুল। ২৯ রান করেন বিজয় শঙ্কার, ২৮ রান করেন মহেন্দ্র সিং ধোনি।

আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী। এছাড়া একটি করে উইকেট শিকার করেন মজিব-উর-রহমান, আফতাব আলম, রশিদ খান ও রহমত শাহ।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর