thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৮ অগ্রহায়ণ ১৪২৬,  ১৩ রবিউস সানি 1441

যাত্রাবাড়ীতে জানালা দিয়ে গুলি, শিশুসহ আহত ৫

২০১৯ জুন ২৩ ০৮:২৪:২৮
যাত্রাবাড়ীতে জানালা দিয়ে গুলি, শিশুসহ আহত ৫

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসার জানালা দিয়ে এলোপাতাড়িভাবে শটগানের গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছে।

শনিবার রাতে শনির আখড়ার গোবিন্দপুর নুর মসজিদ রোডের একটি তিন তলা বাসার দ্বিতীয় তলায় এ গুলির ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাহিদুল ইসলাম এনায়েত (৩০) ও তার ছোট ভাই হাফিজুল ইসলাম (২৪)। এছাড়াও আহত হয়েছেন জাহিদুলের স্ত্রী সাথী (২৪), তাদের মেয়ে আবিদা (৬) ও ভাতিজা জুনায়েদ (৪)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাফিজুলের ভাই আবদুল্লাহ বলেন, সবাই রাতের খাবার খেতে বসেছিলাম। এসময় হঠাৎ জানালা দিয়ে কে বা কারা এলোপাতাড়িভাবে শটগান থেকে গুলি করে পালিয়ে যান।

তবে কে বা কারা গুলি করেছে তা জানাতে পারেননি তিনি।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার মুখ-কপালে ছোররা গুলির দাগ রয়েছে বলে ঢামেক সূত্র জানায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর