thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই

২০১৯ জুন ২৩ ১৮:৫১:৫৪
ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই

দ্য রিপোর্ট প্রতিবেদক: গণতান্ত্রিকভাবে ছাত্রদলের আগামী নেতৃত্ব নির্বাচন করার জন্য কাউন্সিল আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘আগামী ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করা হবে।’ রবিবার (২৩ জুন) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলের কাউন্সিলের এই তারিখ ঘোষণা করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্মসচিব খায়রুল কবির খোকনকে প্রধান করে ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে খায়রুল কবির খোকন বলেন, ‘ছাত্রদলের কাউন্সিলের ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন। ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২৫ জুন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৬ জুন। প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ ২৭-২৮ জুন। মনোনয়নপত্র গ্রহণ ২৯-৩০ জুন। প্রার্থিতা যাচাই-বাছাই ১ থেকে ৩ জুলাই। প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ৪ জুলাই। প্রার্থীদের সম্পর্কে আপত্তি গ্রহণ ৫ জুলাই, আপত্তি নিষ্পত্তি ৬ জুলাই। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ৭ জুলাই।

এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শুধু সরাসরি ভোট হবে। আর বিবাহিতরা কোনও ছাত্র নয়।’ তাদের প্রার্থী হওয়ার কোনও প্রশ্নই আসে না বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর