thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬,  ১৭ সফর 1441

অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন লেগে ৩ শিশু নিহত

২০১৯ জুন ২৬ ১১:০৮:৫৮
অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন লেগে ৩ শিশু নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলসে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে তিন শিশু দগ্ধ হয়ে নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সিডনি থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিংলেটনের একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ড নির্বাপণে দমকলকর্মীদের খবর দেয়া হয়। খবর বিবিসির।

অগ্নিকাণ্ডের পর ওই বাড়িটি থেকে ১১ বছর বয়সী একটি ছেলেশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ওই ছেলেটির আরও দুই বোনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। ওই দুই শিশুর বয়স পাঁচ বছর।

কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের পর সেখান থেকে ৩১ বছর বয়সী এক নারী এবং আট বছর বয়সী একটি মেয়েশিশুকে উদ্ধার করতে সক্ষম হন প্রতিবেশীরা।
তাদের দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই নারী অগ্নিদগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই বাড়িটিতে ছয়জন বসবাস করতেন। কীভাবে আগুন লেগেছে তা নিয়ে তদন্ত চলছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর