thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ফের আড়ংকে জরিমানা

২০১৯ জুন ২৬ ১১:২৬:১৯
ফের আড়ংকে জরিমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: আবারও রাজধানীর বাসাবোতে আড়ংয়ের একটি আউটলেটকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাঞ্জাবির দামে হেরফেরের কারণে মঙ্গলবার এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আতিয়া সুলতানা এ জরিমানা করেন। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার অভিযান সার্বিক তত্ত্বাবধান করেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, সম্প্রতি এক ক্রেতা বাসাবো আড়ং আউটলেট থেকে একটি পাঞ্জাবি কেনেন। যার দাম রাখা হয় ৮৩৬ টাকা। একই পাঞ্জাবি কিছুদিন পরে আবার কিনতে গেলে এক হাজার দুইশ এগারো টাকা রাখা হয়। এ বিষয়ে ওই ক্রেতা অভিযোগ করলে পরে শুনানিতেও বিষয়টি প্রমাণ হয়। এ কারণে তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গেলো ৩ জুন রমজান মাসে উত্তরায় আড়ং শোরুমকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছিল। ওই সময় শোরুমটি সাময়িকভাবে বন্ধ করে দেন উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। পরে কয়েক ঘণ্টা পর খুলেও দেয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর