thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭,  ১৫ জিলকদ  ১৪৪১

ঘরে বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

২০১৯ জুন ২৮ ১২:৪৩:২১
ঘরে বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বজ্রপাতে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন। শুক্রবার বেলা ১১টার দিকে জেলার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় কালীগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আল-আমিন তার পরিবারসহ টিনশেডঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে আল-আমিনের পরিবারের তিনজন নিহত হন।

নিহতরা হলেন- আল-আমিন (২২), তার সহোদর রবিউল (২০) ও আল-আমিনের স্ত্রী সাবিনা আক্তার (১৮)। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রাজীব হোসেন।

এদিকে একই সময় আশাশুনি উপজেলার মাদ্রাগ্রামে বজ্রপাতে মারা যান এক যুবক। তার নাম জুয়েল হোসেন (২৪)। বজ্রপাতের সময় তিনি গরুর গোয়ালে কাজ করছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি আবদুস সালাম।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খুলনা এর সর্বশেষ খবর

খুলনা - এর সব খবর