thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬,  ১৬ সফর 1441

কবির সিংয়ের ডাবল সেঞ্চুরি

২০১৯ জুলাই ০৪ ১৯:৩৩:২৮
কবির সিংয়ের ডাবল সেঞ্চুরি

দ্য রিপোর্ট ডেস্ক:শহিদ কাপুর ও কিয়ারা আদভানি জুটির সিনেমা কবির সিং। দুই শ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি। বক্স অফিসে বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছেন।

মুক্তির পর মাত্র ১৩ দিনেই ২০৬.৪৮ কোটি রুপি আয় করেছে কবির সিং। চলতি বছরে এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত দুই শ কোটির ক্লাবে নাম লেখানো সিনেমা এটি। এমনকি এই হিসাবে ভারত সিনেমাটিকেও পেছনে ফেলেছে এটি। সালমান খান অভিনীত সিনেমাটির এই মাইলফলক পেতে সময় লেগেছে ১৪ দিন। শুধু তাই নয় চলতি বছর মুক্তি পাওয়া অন্যতম ব্যবসাসফল সিনেমা উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক সিনেমাটির এ অঙ্কে পৌঁছেতে লেগেছে ২৮ দিন।

গত ২১ জুন মুক্তি পায় কবির সিং। ভারতের ৩ হাজার ১২৩ পর্দায় মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর থেকেই এটির প্রশংসা করছেন দর্শক-সমালোচকরা। প্রথম দিনে সিনেমাটি ২০.২১ কোটি রুপি আয় করে। এরপর ৩ দিনে ৫০ কোটি, ৫ দিনে ১০০ কোটি, ৯ দিনে ১৫০ কোটি ও ১০ দিনে ১৭৫ কোটি রুপি আয় করে।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বিজয় দেভারাকোন্দা ও শালিনি পান্ডে অভিনীত তেলেগু ভাষার অর্জুন রেড্ডি সিনেমার রিমেক কবির সিং। টি সিরিজের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন— সুরেশ ওবেরয়, সোহম মজুমদার, নিকিতা দত্ত, অমিত শর্মা, কুনাল ঠাকুর প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি। তেলেগু সিনেমাটিও পরিচালনা করেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর