thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আপন ৩ ভাই

২০১৯ জুলাই ০৫ ১০:৫০:৪৬
শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আপন ৩ ভাই

পাবনা প্রতিনিধি :তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও হামলার ঘটনায় আপন তিন ভাই মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।

এরা হলেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মুকলেছুর রহমান বাবলু, মাহবুবুর রহমান পলাশ ও রেজাউল করিম শাহিন। এরা ঈশ্বরদী পৌর এলাকার ফতেহ মোহম্মদপুর এলাকার আফছার আলীর ছেলে।

গেল তিন জুলাই পাবনার জেলা ও দায়রা জজ রোস্তম আলী এই মামলার রায় দেন। এই রায়ে নয়জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের স্বজনরা আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়েন।

অন্যদিকে রায়ের পর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। তারা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানান।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর