thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ইনাম চৌধুরীর আ. লীগের পদ প্রত্যাহারের দাবি

২০১৯ জুলাই ০৯ ২১:১৮:২০
ইনাম চৌধুরীর আ. লীগের পদ প্রত্যাহারের দাবি

দ্যরিপোর্ট প্রতিবেদক : বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী যোগ দিয়েছেন আওয়ামী লীগে। দলীয় সভাপতি শেখ হাসিনা তাকে ঠাঁই দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে।

তবে সেই পদ প্রত্যাহারের দাবি তুলেছে আওয়ামী লীগ সমর্থক একটি সংগঠন।

মুক্তিযুদ্ধ মঞ্চ নামের ওই সংগঠনটি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি করে।

সংগঠনটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।

তিনি সংবাদ সম্মেলনে দাবি করেন, ইনাম আহমেদ চৌধুরী পাকিস্তান আমলে ও মুক্তিযুদ্ধে পাকিস্তান কিংবা পাকিস্তানি চেতনার একনিষ্ট সেবক হিসেবে কাজ করেছেন। চাকরি থেকে অবসর গ্রহণ করার পরে বিএনপিতে যোগ দেন।

তিনি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তোলেন, দুঃসময়ের ত্যাগী দীর্ঘ পরীক্ষিত নেতাদের প্রত্যাখ্যান করে কীভাবে দলীয় সভাপতি শেখ হাসিনা বিএনপি নেতাকে পদায়ন করতে পারেন!

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর