thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ভাসমান পেয়ারা হাট ঘুরলেন মার্কিন রাষ্ট্রদূত

২০১৯ জুলাই ১১ ১৮:৫০:১৫
ভাসমান পেয়ারা হাট ঘুরলেন মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠি প্রতিনিধি: দেশের প্রথম কৃষি পর্যটন কেন্দ্র নামে খ্যাত ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলিতে ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা পুলিশের কঠোর প্রহরায় তিনি এ ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেন।

সাধারণ পরিদর্শনই নয়, রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার নৌকায় ভীমরুলি গ্রামের ভীমরুলি খালে সংক্ষিপ্ত নৌভ্রমণ করেন। পরে তিনি পেয়ারার ডিঙি নৌকায় স্থানীয় পেয়ারা ও সবজি চাষিদের সঙ্গে মিশে যান এবং তাদের সঙ্গে কথা বলেন।

সেখানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মার্কিন রাষ্ট্রদূতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সাংবাদিকদের সঙ্গেও সংক্ষিপ্ত কথা বলেন। তিনি ভাসমান হাটের প্রশংসা করেন। ঘণ্টাব্যাপী পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বরিশালের উদ্দেশ্যে রওনা হন।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর