thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬,  ১৬ সফর 1441

করতোয়া নদীতে মাছ ধরার মহোৎসব

২০১৯ জুলাই ১২ ১৯:৩৮:৫১
করতোয়া নদীতে মাছ ধরার মহোৎসব

বগুড়া প্রতিনিধি: শেরপুরের করতোয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার মহোৎসবে মেতেছেন নদী পাড়ের মানুষ। বাঁধ ভাঙা এ আনন্দে সামিল হতে সবাই বিভিন্ন ধনের জাল নিয়ে নেমে পড়েছেন নদীতে।জানা যায়, শেরপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী দীর্ঘদিন পানিশূন্য ছিল।

দখলবাজরা নদী দখল করে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে আর নদী পাড়ের মানুষ নদীতে বিভিন্ন ধরনের ফসলের চাষ করেছেন এতোদিন। আর এ কারণে নব্যতা হারিয়েছিল এ করতোয়া নদী। দীর্ঘদিন পর প্রবল বর্ষণে যৌবন ফিরে পেয়েছে করতোয়া নদী। নদী উপচে পানি উঠেছে চরের মধ্যে।

দীর্ঘদিন পর নদীতে এমন পানি দেখে ঘরে থাকতে পারেননি কেউ। সবাই হুমড়ি খেয়ে পড়েছেন নদীর বুকে। যার যা কিছু আছে তাই নিয়ে মাছ ধরার মহোৎসবে মেতেছেন। উপজেলার ফুলবাড়ি ঘাটপার, বান্নিঘাট, শেরুয়া দহপাড়া, মির্জাপুরের কুনিঘাট, খানপুরের কয়েরখালি এলাকায় গিয়ে দেখা যায় এমন মাছ ধরার চিত্র।

কুনিঘাট এলাকার বেলাল আজিমুদ্দিন ও ফজলু বলেন, করতোয়া নদীতে পানি দেখে আমরা খুবই আনন্দিত। অনেকদিন পর নদীতে মাছ ধরতে পেরে আমাদের খুব ভালো লাগছে। করতোয়া নদী যেন সারা জীবন এমনি যৌবনা থাকে এ কামনাই করছি। এছাড়া করতোয়া নদী যেন অবৈধ দখলমুক্ত থাকে সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর