thereport24.com
ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯, ২৯ কার্তিক ১৪২৬,  ১৪ রবিউল আউয়াল 1441

দ্রুত দারিদ্র্য বিমোচনে সফল বাংলাদেশ

২০১৯ জুলাই ১৩ ০০:০৮:২২
দ্রুত দারিদ্র্য বিমোচনে সফল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্যতা সূচকে (এমপিআই) দেখা গেছে, দ্রুত গতিতে দারিদ্র্য বিমোচনকারী দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-১ বাস্তবায়নের উপকরণ হিসেবে ব্যবহার হয় এমপিআই। এসডিজির প্রধান লক্ষ্যই হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। খবর ইউএন নিউজের।

এমপিআই প্রতিবেদনে বিশ্বের ১০১টি দেশের মারাত্মক বহুমাত্রিক দারিদ্র্য বিবেচনা করা হয়। এসব দেশের মধ্যে ৩১টি নিম্ন আয়ের, ৬৮টি মধ্য আয়ের আর দুটি উচ্চ আয়ের দেশ। এসব দেশের প্রায় ১৩০ কোটি মানুষ বহুমাত্রিকভাবে দরিদ্র। এমপিআই প্রতিবেদনে ১০টি সূচকের মাধ্যমে দারিদ্র্য পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়েছে। এসব সূচকের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, কাজের মান এবং জীবনযাপনের মান।

এ বছরের এমপিআই সূচকে দেখা গেছে, দশটি দেশের ২০০ কোটি মানুষ এসডিজি-১ লক্ষ্যমাত্রা অর্জনের পথে পরিসংখ্যানগতভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। এর মধ্যে বাংলাদেশ, কম্বোডিয়া ও ভারতে সবচেয়ে দ্রুতগতিতে দারিদ্র্য কমছে। এসব দেশের অন্তত নয়টি সূচকে উন্নতি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশু দারিদ্র্য আরও দ্রুত গতিতে কমেছে বাংলাদেশ, কম্বোডিয়া, হাইতি, ভারত ও পেরুতে।

এমপিআই বলছে, বাংলাদেশে এখনও দুই কোটি ৬৭ লাখ মানুষ 'বহুমাত্রিক' দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, যা মোট জনসংখ্যার ১৬.৭ শতাংশ। এক বছর আগে এই হার ছিল ১৮ শতাংশের মত।

প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশ ও পাকিস্তানের এমপিআই মান একই (০.১৯৮)। যদিও পাকিস্তানে বৈষম্য বাংলাদেশের চেয়ে বেশি।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর