thereport24.com
ঢাকা, রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬,  ১৫ জিলহজ ১৪৪০

বাদশা এখন ইউটিউব দুনিয়ার ‘বাদশা’

২০১৯ জুলাই ১৩ ১০:৫৩:৩৪
বাদশা এখন ইউটিউব দুনিয়ার ‘বাদশা’

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় র‌্যাপ তারকা বাদশা বিশ্বরেকর্ড গড়লেন। তার নতুন গান ‘পাগল’ নিয়ে পাগলামি চলছে অন্তর্জালে। এর মাধ্যমে ইউটিউব দুনিয়ার বাদশা বনে গেছেন তিনি। মাত্র ২৪ ঘণ্টায় এর মিউজিক ভিডিও দেখা হয়েছে সাড়ে ৭ কোটি বারেরও বেশি।

সনি মিউজিক ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে নাচের উপযোগী ‘পাগল’ প্রকাশের কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিউজিক ভিডিওটি দেখা হয়েছে ৮ কোটি ৪৬ লাখ বার।

বাদশা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় যত ভালোবাসা পেয়েছি তাতে আমি অভিভূত ও আনন্দিত। ভারতীয় সংগীতকে সীমানা ছাড়িয়ে নিতে তৈরি হয়েছে ‘পাগল’। আমরা নিজেদের উপস্থিতি জানান দিতে চেয়েছি। আমার স্বপ্নকে স্পর্শ করতে ভক্তরা অকৃত্রিম সহযোগিতা করেছেন। এই অর্জনের মাধ্যমে আমরা আরও এগিয়ে যাবো।’

ইউটিউবে এর আগে একদিনে সবচেয়ে বেশিবার দেখা হয়েছিল দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএসের ‘বয় উইথ লাভ’। গানটিতে অতিথি হিসেবে অংশ নেন মার্কিন গায়িকা হ্যালসি। এ বছরের ১২ এপ্রিলে প্রকাশের পর এটি দেখাহয় ৭ কোটি ৪৬ লাখ বার।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর