thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৬,  ২৯ জমাদিউল আউয়াল 1441

বাবার জন্য দোয়া চাইলেন এরিক এরশাদ

২০১৯ জুলাই ১৪ ১৪:৪৫:২৭
বাবার জন্য দোয়া চাইলেন এরিক এরশাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাবা হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন ছেলে এরিক এরশাদ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার বাবা মারা গেছে—এটা বিশ্বাস করতে পারছি না। সবাই বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন বাবাকে বেহেশত দান করে।’

রবিবার (১৪ জুলাই) বাবা এরশাদের মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আসেন এরিক।

রবিবার (১৪ জুলাই) সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর