thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

শ্রীলংকা সিরিজে সুজনই বাংলাদেশ দলের কোচ

২০১৯ জুলাই ১৫ ১৭:৩৯:৩২
শ্রীলংকা সিরিজে সুজনই বাংলাদেশ দলের কোচ

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্টিভ রোডস উপাখ্যান শেষ। হাতে কোন নতুন কোচও নেই। তাই খালেদ মাহমুদ সুজনই ভরসা। সেটা আগেই বোঝা যাচ্ছিল। ওদিকে সুজনও জানিয়ে রেখেছেন, দায়িত্ব পেলে আমিই তা পালন করবো।

শেষ খবর, শ্রীলংকায় অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খালেদ মাহমুদ সুজনই হচ্ছেন বাংলাদেশ দলের কোচ। জাতীয় দল ব্যবস্থাপনা, পরিচালনা ও তত্ত্বাবধায়ক তথা ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান নিশ্চিত করেছেন এ তথ্য।

আকরাম খান জানান, ‘স্টিভ রোডস এর সাথে সব সম্পর্ক চুকে গেছে। আমাদের হাতে আর কোন বিকল্প নেই। আর সুজনও তৈরি আছে। তাই আমরা হয়তো তার হাতেই কোচিংয়ের দায় দায়িত্ব তুলে দিচ্ছি। সব কিছু ঠিক থাকলে সুজনই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন।’

আকরাম আরও জানিয়েছেন, আগামী ১৭ জুলাই জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। আর ২৩ জুলাই টাইগাররা শ্রীলংকা সফরে যাবে।
২৬ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচও। ২৮ এবং ৩১ জুলাই অনুষ্ঠিত হবে পরের দুই ম্যাচ।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর