thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ৮ কার্তিক ১৪২৭,  ৬ রবিউল আউয়াল 1442

ফেসবুকে বুড়ো বয়সের ছবি শেয়ারের হিড়িক

২০১৯ জুলাই ১৬ ১৭:৪৫:৩০
ফেসবুকে বুড়ো বয়সের ছবি শেয়ারের হিড়িক

দ্য রিপোর্টডেস্ক : ফেসবুকে আবারো ভাইরাল ‘ফেসঅ্যাপ’। তবে এবার ফেসঅ্যাপ ফটোর নতুন বিষয়বস্তু হচ্ছে, বুড়ো বয়সের ছবি তৈরি করা। ফেসবুকের নিউজফিড বর্তমানে বুড়ো বয়সের ছবির দখলে।

৬০ বছর পরে নিজের চেহারা কেমন দেখাবে, সেই ছবি অনেকেই শেয়ার করছেন ফেসবুকে। এটিকে বলা হচ্ছে ফেসঅ্যাপ চ্যালেঞ্জ। অ্যাপটির নতুন ফিল্টারের মাধ্যমে নিজের ছবিকে পরিবর্তন করে বুড়ো বয়সের ছবি বানিয়ে তা ফেসবুকে পোস্ট করাটা হচ্ছে ‘ফেসঅ্যাপ চ্যালেঞ্জ’। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে অ্যাপটি অনেকটা নিখুঁত ভাবে যেকারো বুড়ো বয়সের ছবি ফুটিয়ে তুলতে পারে।

এর আগে ২০১৭ সালে পুরুষের চেহারাকে নারীর চেহারায় রূপান্তর, নারীর চেহারাকে পুরুষের চেহারায় রূপান্তর, গম্ভীর মুখের চেহারাকে হাসি মুখে রূপান্তর সহ আরো বেশ কিছু চমকপ্রদ ফিল্টারের কারণে ফেসবুকে ভাইরাল হয়েছিল ফেসঅ্যাপ। আর এবার অ্যাপটি নতুন ‘ওল্ড ফিল্টার’ এর বদৌলতে আবারও ভাইরাল হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি জনপ্রিয় তারকারাও অ্যাপটির মাধ্যমে বুড়ো বয়সের লুক শেয়ার করছেন। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও এই হিড়িক শুরু হয়েছে।

বিনা মূল্যের এই অ্যাপটি তৈরি করেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গভিত্তিক প্রতিষ্ঠান ওয়্যারলেস ল্যাব। ডাউনলোড করা যাবে প্লেস্টোর থেকে। তবে যেহেতু এটি থার্ডপার্টি অ্যাপ, তাই ব্যবহারের ক্ষেত্রে আপনার বেশ কিছু ব্যক্তিগত তথ্য তুলে দিতে হবে অ্যাপটির হাতে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর