thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ব্যান্ডউইথ নিষেধাজ্ঞা প্রত্যাহার

২০১৯ জুলাই ১৮ ১০:২৮:৪৯
ব্যান্ডউইথ নিষেধাজ্ঞা প্রত্যাহার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যান্ডউইথ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গ্রাহক সমস্যার কথা বিবেচনায় নিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েকে (আইআইজি) দেয়া এ নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব তুলে নেয়া হবে।

বুধবার বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিটিআরসির চেয়ারম্যার জহুরুল হক।

তিনি বলেন, এ বিষয়ে আমাদের একাধিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আমাদের পরামর্শ দিয়ে জানিয়েছেন, এর ফলে মাঝে মাঝে সমস্যা হয়। তাই আমরা এ নিষেধাজ্ঞা তুলে নিলাম। তবে আইন অনুযায়ী গ্রামীণফোন ও রবি থেকে পাওনা বকেয়া আদায় করা হবে।

তিনি বলেন, আমরা উপায় না পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছিলাম। তাদেরকে বকেয়া টাকা পরিশোধে অনেক অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা সেটিকে সেভাবে আমলে নেয়নি। এটি আমাদের রাষ্ট্রীয় চাহিদা। জনগণের টাকা। এটি বিটিআরসির মাপ করার কোনো সুযোগ নেই।

পাওনা টাকা পরিশোধ না করায় সম্প্রতি গ্রামীণফোনের ৩০ শতাংশ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ কমিয়ে দিতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের নির্দেশ দেয় বিটিআরসি। এতে মোবাইল ফোন গ্রাহকদের ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়।

নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা পাওনা রয়েছে সরকারের। অন্যদিকে রবিকে পরিশোধ করতে হবে ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা। গ্রামীণফোনের বকেয়ার মধ্যে ৮ হাজার ৪৯৪ কোটি ১ লাখ টাকা পাবে বিটিআরসি ও ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা পাবে এনবিআর।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর