thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২০, ২৪ আষাঢ় ১৪২৭,  ১৭ জিলকদ  ১৪৪১

শিমুলিয়ায় পারের অপেক্ষায় ৮ শতাধিক গাড়ি

২০১৯ জুলাই ১৯ ১১:৩৬:০৪
শিমুলিয়ায় পারের অপেক্ষায় ৮ শতাধিক গাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। শুক্রবার সকাল থেকে ৮ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে অবস্থান করছে। এমতাবস্থায় নৌরুটে ১৬টি ফেরির মধ্যে ৪টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয় ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গেল কয়েকদিন ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এখন নৌরুটে দুইটি রো রো ফেরিসহ ৪টি ফেরি যানবাহন পারাপারের জন্য চলাচল করছে। শিমুলিয়া ঘাটে অন্তত ৮ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে। এরমধ্যে পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকারের সংখ্যা বেশি।

তিনি আরও জানান, পদ্মা নদীতে স্রোত না কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে না। তাই ইতোমধ্যে এই রুটে চলাচলকারী যানবাহন সংশ্লিষ্টদের বিকল্প পথে চলাচলের জন্য বলা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর