thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

'ছেলেধরা' সন্দেহে গণপিটুনিতে ঢাকা ও নারায়ণগঞ্জে নিহত ৩

২০১৯ জুলাই ২০ ১৮:২৮:৩৩
'ছেলেধরা' সন্দেহে গণপিটুনিতে ঢাকা ও নারায়ণগঞ্জে নিহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে জনতা। শনিবার (২০ জুলাই) সকাল ৯ টার দিকে বাড্ডার কাঁচাবাজার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উত্তর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে ৩ জন বোরকা পরিহিত নারী। কিন্তু স্থানীয়দের বাধার মুখে পরেন তারা।

পরে জোর করে ঢুকার চেষ্টা করলে সেখানে স্থানীয়রা তাদেরকে চ্যালেঞ্জ করেন। এতে দুই নারী পালিয়ে গেলেও একজন ধরা পরেন। বিক্ষুদ্ধ জনতা তার উপর চড়াও হয়ে গণপিটুনি দেয়।

পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

এদিকে কেরানীগঞ্জে 'ছেলেধরা' সন্দেহে দুই যুবককে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে একজন নিহত হয়। অন্যজনকে গুরুতর আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে ওই দুই যুবক গ্রামে ঘোরাঘুরি করতে থাকে। তারা শিশুদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এতে তাদের উপর সন্দেহ হলে এলাকাবাসী ধরে গণপিটুনি দেয়।

এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। শনিবার (২০ জুলাই) সকাল নয়টায় পাগলাবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল নয়টার দিকে ৫ বছরের এক মেয়ে শিশুর হাত ধরে নিয়ে যাচ্ছিল ওই যুবক। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয়। তারা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে। কোনো সদুত্তর দিতে না পারায় ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়া হয়।

এর আগে গত ৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে ও ১৮ জুলাই নেত্রকোনায় ছেলেধরা সন্দেশে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর