thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

গৌরীপুরে ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি

২০১৯ জুলাই ২১ ১০:২১:৩৩
গৌরীপুরে ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক আহত হয়েছেন। তাকে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। তার নাম মো. নাসিরউদ্দিন (২৫)।

শনিবার রাতে গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মো. নাসিরউদ্দিন উপজেলার অচিন্তপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আ. রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর বাজারে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় মো. নাসিরউদ্দিনকে। তাকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তার পরিচয় জানতে চাইলে তিনি সঠিকভাবে কিছু না বলায় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে ধাওয়া করে ধরে গণধোলাই দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে যায়।

নিজেকে নির্দোষ বলে দাবি করে নাসির জানান, তিনি নরসিংদীতে একটি মুরগির খামারে কাজ করেন। পাশের গ্রামের বন্ধু জুয়েলের সঙ্গে দেখা করতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী হিম্মতনগর বাজারে আসেন। এ সময় ছেলেধরা সন্দেহে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেন।

পরিচয় দেয়ার পরও তার কথা না শুনে স্থানীয়রা তাকে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন। দীর্ঘদিন বাড়িতে না থাকায় এলাকার লোক তাকে সেভাবে চেনেন না বলে জানান নাসির।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) গোলাম মাওলা জানান, এক যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর