thereport24.com
ঢাকা, সোমবার, ১৪ জুন ২০২১, ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮,  ৪ জিলকদ  ১৪৪২

নিয়ন্ত্রণ রেখায় ভারতীয়দের মর্টার হামলা, পাক সেনা নিহত

২০১৯ জুলাই ২১ ১৮:০৩:২৩
নিয়ন্ত্রণ রেখায় ভারতীয়দের মর্টার হামলা, পাক সেনা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর মর্টার শেল ও গুলিতে এক পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া দুই তরুণী ও এক নারীসহ চারজন আহত হয়েছেন। পাক সেনাবাহিনীর দাবি, বিনা উসকানিতে ভারতীয় সেনারা নিয়ন্ত্রণরেখার জনবসতি এলাকায় হামলা চালায়। খবর ডন।

পাক সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, শনিবার নিয়ন্ত্রণরেখার বাত্তাল, সাতওয়াল, খঞ্জর, নিকয়াল এবং জানদ্রোত সেক্টরে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারতীয় সেনাবাহিনী। এতে পাকিস্তান সেনাবাহিনীর হাবিলদার মানজুর আব্বাসী নিহত হন। এ হামলার পর পাকিস্তানও পাল্টা জবাব দেয়। ভারতীয় সেনাদের যেসব পোস্ট থেকে গুলি চালানো হয়েছে সেগুলো লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছে পাক সেনারা।

এ মাসের শুরুতে আজাদ-জম্মু-কাশ্মীর এলাকায় পাকিস্তানি সীমান্তের কয়েক মিটার ভেতরে বিস্ফোরণে পাঁচ পাকিস্তানি সেনা নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর