thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৬,  ২৯ জমাদিউল আউয়াল 1441

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ

২০১৯ জুলাই ২৩ ২৩:১১:৫৫
রাজধানীর মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণের ঘটনায় দুই সাংবাদিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ দুজন হলেন- এসএ টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ফজলুল হক শাওন।

তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সন্ধ্যায় মগবাজার চৌরাস্তায় সুজনের দোকান দেখতে যান শাওন। সাটার খুলে বৈদ্যুতিক সুইচ দেয়ার সময় দোকানের ভেতর বিস্ফোরণ ঘটে। এ সময় তারা দগ্ধ হন। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিক্যাল অফিসার ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দুজনের মুখমণ্ডলসহ দুই হাত দগ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালীসহ ২৪ শতাংশ এবং সুজনের ১১ শতাংশ দগ্ধ হয়েছে।


(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর