thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

গ্যাম্পের ট্রফি বার্সেলোনার

২০১৯ আগস্ট ০৫ ১৩:১৮:৩৪
গ্যাম্পের ট্রফি বার্সেলোনার

দ্য রিপোর্ট ডেস্ক: লা লিগার মৌসুম শুরুর আগে প্রতি বছর আগস্টে জুয়ান গাম্পের ট্রফি টুর্নামেন্ট আয়োজন করা হয়। বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পের নাম অনুসারে এ প্রতিযোগীতার আয়োজন করে বার্সেলোনা।

১৯৬৬ সালে এ প্রতিযোগীতার প্রথম আসর অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ম্যাচ হয় মোট চারটি। দুটি সেমিফাইনাল। একটি তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল।

গতকাল ন্যু ক্যাম্পে গ্যাম্পের ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও আর্সেনাল। ২-১ গোলের জয়ে গ্যাম্পের ট্রফি নিজেদের করে নিয়েছেন কাতালানরা।

প্রতিযোগীতার ৫৪ আসরে সবথেকে বেশি শিরোপা জিতেছেন লিওনেল মেসি। গতকাল আর্সেনালের বিপক্ষে তাকে ছাড়া মাঠে নেমেছিল সুয়ারেজ-গ্রিজম্যানরা। জয় পেতে বার্সেলোনার অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত।

ম্যাচের ৩৬ মিনিটে আউবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৬৯ মিনিটে মেইটল্যান্ড-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর ম্যাচের শেষ মুহূর্তে কাতালানদের হয়ে জয়সূচক গোলটি করেন সুয়ারেজ। তাতেই জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

৫৪ আসরে বার্সেলোনা গ্যাম্পের ট্রফি জিতেছে ৪২টি।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর