thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

সীমান্ত নিয়ে কথায় ও কাজে যেন সতর্ক থাকে ভারত: চীন

২০১৯ আগস্ট ০৭ ১০:২৬:৫০
সীমান্ত নিয়ে কথায় ও কাজে যেন সতর্ক থাকে ভারত: চীন

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত নিয়ে সোমবার নীরব থাকার পর, মঙ্গলবার মুখ খুলল বেইজিং। ভারত-চীন সীমান্তবর্তী লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছে, চীনের এলাকা ভারতের অন্তর্ভুক্তি নিয়ে সব সময়েই প্রতিবাদ জানিয়ে এসেছে তারা। এ নিয়ে নয়াদিল্লিকে সতর্কও করেছে বেইজিং।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি অন্তর্দেশীয় আইন সংশোধন করে ভারত চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব খাটো করার ক্রমাগত চেষ্টা করছে। যেটা মেনে নেওয়া যায় না। এই চেষ্টা কোনও দিনই সফল হবে না। ভারতের সঙ্গে চীনের সীমান্ত নিয়েও নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। বিবৃতিতে বলা হয়েছে, 'সীমান্ত নিয়ে কথায় ও কাজে যেন সতর্ক থাকে ভারত। দু’দেশের মধ্যে সীমান্ত চুক্তিও যেন কঠোর ভাবে মেনে চলে। জটিলতা বাড়ে এমন পদক্ষেপ যেন এড়িয়ে যায় নয়াদিল্লি।'

প্রসঙ্গত, মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতায় উঠে আসে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিতর্কের কথা। বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে পাল্টা সুর অমিত শাহর। আগ্রাসী ভঙ্গিতেই তিনি বলেন, 'পাক অধিকৃত কাশ্মীর ও আকসাই চিনও ভারতের অবিচ্ছেদ্য অংশ।'

এই দু’টি জায়গা নিয়ে পাকিস্তান ও চিনের সঙ্গে দীর্ঘ দিনের বিতর্ক নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে চীন। বিবৃতিতে বলা হয়েছে, 'কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। কাশ্মীর নিয়ে চীনের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এই ইস্যুটি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক বিষয়। তাতে আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে।'

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর