thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কেরালায় বৃষ্টি-বন্যায় তিনদিনে নিহত ২৮

২০১৯ আগস্ট ১০ ১৩:৩৪:০০
কেরালায় বৃষ্টি-বন্যায় তিনদিনে নিহত ২৮

দ্য রিপোর্ট ডেস্ক: টানা বৃষ্টি ও এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের ৯টি রাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এর মধ্যে দক্ষিণ-পশ্চিমের মালাবার উপকূল সংলগ্ন কেরালার অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কেরালায় মাত্র তিন দিনেই বৃষ্টি ও বন্যাজনিত কারণে ২৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাজ্যটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিস্থিতি মোকাবেলায় পিনারাই বিজয়নের সরকার সেখানে রেড অ্যালার্টও জারি করেছে।

রানওয়ে পানিতে ডুবে যাওয়ায় রোববার বিকাল ৩টা পর্যন্ত কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরের সকল কার্যক্রম বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার কেরালার মালাপ্পুরাম জেলার নিলাম্বুরে ভূমিধসের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৪০ জনের মতো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে দক্ষিণের এ রাজ্যটিতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের সদস্যরাও। এরই মধ্যে ২২ হাজারেরও বেশি মানুষকে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে সরিয়ে এনেছেন।

ভারতের সাউদার্ন রেলওয়ে কর্তৃপক্ষ বন্যাক্রান্ত পালাক্কাড বিভাগে ২০টি ট্রেনের যাতায়াত বাতিল করেছে; ওই এলাকার দুটি রুটে রেল যাতায়াতও স্থগিত রাখা হয়েছে।

কেরালার বাইরে মধ্য প্রদেশ কর্নাটক, তামিল নাডু, গোয়া, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট ও ওড়িষাতেও ব্যাপক বন্যার খবর পাওয়া গেছে।

এসব রাজ্যে আরও দুই দিন তুমুল বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে বলেছে ভারতের আবহাওয়া বিভাগ।

টানা বৃষ্টিতে শুক্রবার কেরালার প্রতিবেশী রাজ্য কর্নাটকের কোডাগু জেলায় ভূমিধসে এক পরিবারেরই চারজনের মৃত্যু হয়েছে।

একদিনেই ৯১১ মিলিমিটার বৃষ্টিপাত দেখা তামিল নাডুর নিলগিরিতে ৪ নারীসহ ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দক্ষিণ ও পশ্চিম ওড়িষায় গত সপ্তাহের তুমুল বৃষ্টিপাতে অন্তত তিনজনের মৃত্যু ও দুজন নিখোঁজ রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর