thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

চার বছরে ১ লাখ থেকে ১২১ লাখ ডলারের মালিক স্মিথ

২০১৯ আগস্ট ১৪ ১২:০৮:৫০
চার বছরে ১ লাখ থেকে ১২১ লাখ ডলারের মালিক স্মিথ

দ্য রিপোর্ট ডেস্ক: টেস্ট ক্রিকেটে স্যার ডন ব্র্যাডম্যানের অতিমানবীয় ৯৯.৯৪ গড়ের পরের স্থানেই রয়েছেন তিনি। অন্তত ৫০ ইনিংসে ব্যাটিং করাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৬২.৯৬ গড় নিয়ে ক্রিকেট মাঠে নিজের আধিপত্যের কথাই জানান দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।

তবে শুধু ক্রিকেট মাঠেই নয়, স্মিথ বাজিমাত করছেন মাঠের বাইরে ব্যবসায়ও। ক্রিকেট ক্যারিয়ারে উত্থান-পতন দেখলেও, ব্যবসার মাঠে যেনো শুধু উড়েই চলেছেন ডানহাতি এ তারকা ব্যাটসম্যান। এক্ষেত্রে অবশ্য প্রভাবক হিসেবে কাজ করেছে সারা বিশ্বজুড়ে তার তারকাখ্যাতি।

২০১৫ সালের জুলাইয়ে ১ লাখ ডলারের বিনিময় অস্ট্রেলিয়ার অখ্যাত এক ম্যাট্রেস প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোয়ালার ১০ শতাংশ শেয়ার কিনেছিলেন স্মিথ। চুক্তি মোতাবেক সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়ে যান তিনি। যা কি-না বহুলাংশে পরিচিতি এনে দেয় কোয়ালাকে।

শুধু পরিচিতিই নয়, ২০১৫ সালের জুলাই থেকে চলতি বছর জুলাই পর্যন্ত প্রায় ২ লাখ গ্রাহক পেয়েছে কোয়ালা। অস্ট্রেলিয়ার বার্ষিক ফাইনানসিয়াল রিভিউ মোতাবেক চলতি বছরের জুলাইয়ে কোয়ালার মূল্য গিয়ে পৌঁছেছে ১৫০ মিলিয়ন ডলারে। যার মধ্যে স্মিথের শেয়ারের অংশ ১২.১৮ মিলিয়ন বা ১২১ লাখ ডলার।

এছাড়া সবমিলিয়ে এ প্রতিষ্ঠানে তার সম্পদের মূল্য ৩১ মিলিয়ন ডলার। গতবছরের মার্চে বল টেম্পারিং স্ক্যান্ডালের কারণে সমালোচিত হওয়ার পরেও, গত এক বছরে প্রায় ৫ মিলিয়ন ডলার যোগ হয়েছে স্মিথের একাউন্টে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর