thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করায় 'বীরচক্র' পাচ্ছেন অভিনন্দন

২০১৯ আগস্ট ১৪ ১৮:৩৫:৩৩
পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করায় 'বীরচক্র' পাচ্ছেন অভিনন্দন

দ্য রিপোর্ট ডেস্ক: পাক-ভারত উত্তেজনার সময় সীমান্তে ঢুকে পড়া ইসলামাবাদের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করায় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মানে ভূষিত করতে যাচ্ছে ভারত৷

বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে তাকে এ সম্মাননা দেয়া হবে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইট্টিনের।

এ ছাড়া অভিনন্দনকে সেনার দ্বিতীয় শীর্ষ সম্মান দেওয়া হবে৷ এর পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মিন্টি আগড়ওয়ালকে যুদ্ধ সেবা মেডেল দেওয়া হবে৷

১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরে পুলওয়ামায় সিআরপিএফের ওপর জঙ্গি হামলা হয়। এতে ৫০জন সেনা নিহত হন। এর ১৩ দিন পর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে ঢুকে জঙ্গি ক্যাম্পে হামলা করে বলে দাবি করা হয়।

এ ঘটনার পর ভারতীয় সীমান্তে ঢুকার চেষ্টা চালায় পাকিস্তানি বিমান বাহিনী।

নিউজ এইট্টিনের প্রতিবদনে বলা হয়, উইং কমান্ডার অভিনন্দন বর্তমান মিগ-২১ দিয়ে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানটিকে ডগফাইটে নিয়ন্ত্রণ রেখার পাশে ধ্বংস করে ৷

এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করার পর অভিনন্দনের ব্যবহৃত বিমানটিও ভেঙে পড়ে। এতে তিনি ভুল করে পাকিস্তানের সীমানায় নেমে পড়েন৷ এরপর পাকিস্তানি সেনারা তাকে আটক করে। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির বার্তা হিসেবে অভিনন্দন বর্তমানকে মুক্তি দেন।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর