thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৪ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

না ফেরার দেশে কথাসাহিত্যিক রিজিয়া রহমান

২০১৯ আগস্ট ১৬ ২৩:২২:২২
না ফেরার দেশে কথাসাহিত্যিক রিজিয়া রহমান

দ্য রিপোর্ট প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ষাটের দশকে গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্যে বিচরণ শুরু করেন ৮০ বছর বয়সে মারা যাওয়া রিজিয়া রহমান।

রিজিয়া রহমানের একমাত্র ছেলে আবদুর রহমান তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর ভারতের কোলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন রিজিয়া রহমান। ১৯৪৭ সালের দেশবিভাগের পর পরিবারের সঙ্গে বাংলাদেশে চলে আসেন তিনি।

শৈশব থেকে বিভিন্ন পত্রিকায় তার কবিতা ও গল্প ছাপা হলেও তার প্রথম গল্পগ্রন্থ অগ্নিস্বাক্ষরা ১৯৬৭ সালে প্রকাশিত হয়।

রিজিয়া রহমানের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো- ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা। লিখেছেন অভিবাসী আমি ও নদী নিরবধি নামে দুটি আত্মজীবনী।

উপন্যাসে অবদানের জন্য এই কথাসাহিত্যিক ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। চলতি বছর একুশে পদক পান তিনি।

পারিবারিক জীবনে রিজিয়া রহমান মো. মীজানুর রহমানের সহধর্মিণী। মীজানুর রহমান ছিলেন একজন খনিজ ভূতত্ববিদ। তাদের একমাত্র ছেলে আব্দুর রহমান।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর