thereport24.com
ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০, ৭ ফাল্গুন ১৪২৬,  ২৩ জমাদিউস সানি 1441

পাবনায় গণপিটুনিতে ২ ‘চরমপন্থী’ নিহত

২০১৯ আগস্ট ১৭ ১১:৪৬:৩০
পাবনায় গণপিটুনিতে ২ ‘চরমপন্থী’ নিহত

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলায় গণপিটুনিতে দুই চরমপন্থী সন্ত্রাসী নিহত হয়েছেন। গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটে

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, নিহতরা হলেন- উপজেলার জোড়গাছা গ্রামের শাহীন ওরফে হালকা শাহীন এবং দারামুদা গ্রামের মাছির মিয়া ওরফে কালু।

ওসি জানান, গতরাত ১২টার দিকে দারামুদা গ্রামের কাছে একদল চরমপন্থি সন্ত্রাসী আশ্রয় নিয়েছে বলে জানতে পারে এলাকাবাসী। এসময় স্থানীয়রা ওই দলের দুই সদস্য শাহীন ও মাছিরকে আটক করে গণপিটুনি দেয়। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় এই দুজনকে উদ্ধার করে প্রথমে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় তারা মারা যান।

ওসি জানান, শাহীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর