thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর ঢাকায়

২০১৯ আগস্ট ২০ ০০:০৭:৫৫
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর ঢাকায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শংকর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকায় অবস্থানকালে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জয়শংকর। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শংকরের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী ভারত সফরের তারিখ চূড়ান্ত হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্নিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর ভারত সফরে আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতি বিশেষ গুরুত্ব পাবে। এ ছাড়া বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও নিবিড় করা এবং রোহিঙ্গা সংকটের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ১৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর