thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ভারতের সংসদে ছুরি নিয়ে ঢোকার চেষ্টাকালে যুবক গ্রেপ্তার

২০১৯ সেপ্টেম্বর ০২ ২১:৩১:৩৬
ভারতের সংসদে ছুরি নিয়ে ঢোকার চেষ্টাকালে যুবক গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের সংসদে সোমবার সকালে ছুরি নিয়ে ঢোকার চেষ্টা করার সময় ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে নেয়া হয়।

দিল্লির লক্ষ্মীনগরে বসবাসকারী এই যুবকের নাম সাগর ইনসা। তিনি ডেরা সাচা সৌদার প্রধান এবং ধর্ষণের দায়ে অভিযুক্ত গুরমিত রাম রহিমের অনুসারী বলে জানিয়েছে স্থানীয় সংবাদ সংস্থা এএনআই।

ডেপুটি কমিশনার অব পুলিশ (নয়াদিল্লি) এইশ সিংঘাল জানান, সংসদের ১ নম্বর গেট থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ স্টেশনটিতে পৌঁছেছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

তিনি বলেন, আমরা তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করেছি। তিনি যে মোটরসাইকেলটিতে সংসদে পৌঁছান, সেটিও উদ্ধার করা হয়েছে। তিনি তার বাবা ও মার সঙ্গে বসবাস করে। তারা ফুটপাতের ব্যবসায়ী।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি তার ভাইয়ের। গ্রেপ্তার হওয়ার পর সাগর ডেরা সাচা সৌদার নামে স্লোগান দিচ্ছিলেন। তিনি কেন ছুরি নিয়ে সংসদের ঢোকার চেষ্টা করছিলেন, তা এখনও জানা যায়নি।

সাগর গ্রেপ্তার হওয়ার পর নয়াদিল্লি জেলায় সতর্কতা জারি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/সেপ্টেম্বর ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর