thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ৩ কার্তিক ১৪২৬,  ১৭ সফর 1441

ইসির সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

২০১৯ সেপ্টেম্বর ০৩ ১১:২৫:৫৪
ইসির সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগের সহকারী পরিচালক মো. আশাদুল হককে প্রশাসনিক অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কিছু প্রশাসনিক অনিয়মের অভিযোগে আশাদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।’

সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে আশাদুল বলেন, ‘এগুলো কিছু না, সরকারি চাকরি করতে গেলে এগুলো হবেই। তবে কেন সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা জানি না। এটা প্রতিষ্ঠানই ভালো জানে।’

এর আগে ২৭ অক্টোবর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) আলোচিত মহাপরিচালকসহ ৪ কর্মকর্তাকে বদলি (স্টান্ড রিলিজ) করা হয়েছিল। এর মধ্যে ইটিআই পরিচালককে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৩ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর